প্রেম থেকে নিজেকে দূরেই রাখেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হৃতিক রোশনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে প্রেম নিয়ে কঙ্গনার এই সিদ্ধান্ত। হঠাৎ প্রেমের স্তুতি গাইলেন অভিনেত্রী, তাও আবার ভালোবাসা দিবসের আগের দিন। আবার প্রেমে পড়েছেন কঙ্গনা?
ভালোবাসা দিবসের একদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু। তাকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’
সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন— ‘প্রেমে পড়ুন… না পড়লে ওঠার আনন্দ কখনো পাবেন না!’
কঙ্গনার এমন পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। যিনি কিনা বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তার গলায় এমন নরম সুর, তা আশা করেননি অনেকেই। তাদের কৌতূহল— ‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’
এদিকে সপ্তাহখানেক আগে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আগে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। লিখেছিলেন— ‘বলিউডের ক্যামেরা-সর্বস্ব প্রেমের যুগে ওদের ভালোবাসা সত্যিই বিরল।’
বিয়ের পরও নবদম্পতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন— ‘ওরা দেখনদারির জন্য প্রেম করেননি।’ তাই তো সব মিলিয়ে প্রেম নিয়ে তার এমন আলাপে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি আবারও প্রেমে পড়েছেন কঙ্গনা।