The news is by your side.

প্রিয়াঙ্কা নোংরা রাজনীতির শিকার, দায়ী শাহরুখ খান!

0 118

প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন সংগীতশিল্পী নিক জোনসকে। গত ছয়–সাত বছরে বলিউডে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। অভিনয়দক্ষতা দিয়ে হলিউডে নিজের জায়গা করে নিলেও রাগ, ক্ষোভ, কষ্ট থেকে বলিউড ছেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডে এখন তাঁকে দেখা না যাওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না।

প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার এই বিষয়ে মন্তব্য করেছেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা। তিনি প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার পেছনে নির্মাতা করণ জোহর ও শাহরুখ খানকে দায়ী করে বলেন, শাহরুখ খানের সঙ্গে করণের বন্ধুত্বের জন্যই প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করেছেন করণ জোহর। সবাই জানে, করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। করণ জোহর প্রিয়াঙ্কাকে এতটাই হেনস্তা করেছেন যে তিনি ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন।

বলিউডে যখন কোণঠাসা প্রিয়াঙ্কা, তখনই তাঁর সামনে আসে বিরাট এক সুযোগ। সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছিলেন। বলিউডে ‘সাত খুন মাফ’ সিনেমায় কাজ করার সময়ই যুক্তরাষ্ট্রে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এরপর সংগীতশিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি।

২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের পর আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। এই শোতে অভিনয়ের জন্য টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন প্রিয়াঙ্কা। এরপর হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের বড় বাজেটের কাজে দেখা গেছে। সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.