The news is by your side.

 ‘প্রিয়তমা’য় শাকিবকে নতুনভাবে আবিষ্কার করবেন  দর্শক

0 131

প্রকাশ হয়েছে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’ফার্স্ট লুক। বাতাসে উড়ছে শাকিবের বড় চুল, চোখে সানগ্লাস, রুমেল খুলে ফেলা মুখের রেখায় কাঠিন্য,পরনে জিন্স জ্যাকেট। শাকিবের এই লুক সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

নেট মাধ্যমে হাজার হাজার মন্তব্যে উঠে আসছে প্রশংসা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে মন্তব্যে মন্তব্যে ভরে যাচ্ছে। সিনেমা সংশ্লিষ্টরাও শাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কেউ কেউ শাকিব খানের এই লুকের সঙ্গে ‘কিসিকা ভাই কিসিকা জান’এর সালমান খানের সঙ্গে মিল খোঁজার চেষ্টাও করেছেন। তারা সালমানের সঙ্গে শাকিবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা বলছেন।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’সিনেমায় শাকিবকে নতুনভাবে আবিষ্কারের নেশায় উন্মুখ হয়ে আছেন ভক্তরা ।

‘প্রিয়তমা’র গল্প মূলত রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশনরূপে কেন এলেন? এমন প্রশ্নে নির্মাতা বললেন, সব কিছুর সমন্বয়েই তো একটা সিনেমা। প্রিয়তমায় সব কিছুই রয়েছে।

ছবিটির নায়ক শাকিব খান থাকায় শতভাগ আশাবাদী নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলছেন, ‘প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে। আমার বিশ্বাস শাকিব খানের ভক্তরাই এই ছবির বড় প্রচারক হয়ে উঠবেন।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রিয়তমা’র শুটিং। এরমধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে। পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেন্সর পেতে পারে।

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.