The news is by your side.

 ‘প্রিয়তমা’র সুখবর, ৭ জুলাই  মুক্তি পাবে কানাডা ও আমেরিকায়

0 162

 

মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘প্রিয়তমা’। মুক্তির  দিন থেকেই হাউজফুলের খবর আসছে ছবিটির।

মুক্তির দ্বিতীয় দিনেই বড় সুখবর এল ‘প্রিয়তমা’র ঘরে। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ছবিটি।

তিনি বলেন, “ঈদ উপলক্ষে ৭ জুলাই কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তর্জাল’র। কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, ৭ জুলাই তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে।’’

সজীব সপ্তক জানান, আগামী ৪ জুলাই সকাল নাগাদ কানাডা ও আমেরিকার হললিস্ট ও শো শিডিউল প্রকাশ করবেন তারা।

‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ বলেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’। খুব শিগগিরই হললিস্ট দেয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”

হিমেল জানান, আমেরিকার পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অষ্ট্রেলিয়া, মালয়শিয়া, ভারতসহ অনেক দেশে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.