The news is by your side.

প্রিয়ঙ্কা চোপড়ার  বুকে রক্তের ছাপ,  ভ্রু-তে রক্তের দাগ!

0 74

 

প্রিয়ঙ্কা চোপড়া । নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রী ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও কাহিল হয়ে পড়েননি অভিনেত্রী। বরং বলছেন আরও একটা দিন কাটল। অ্যাকশন ধর্মী ছবি করার ফল।

প্রিয়ঙ্কা তাঁর পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিং-এ ব্যস্ত। মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কাকে।

বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন রয়েছে এই ছবি। এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন অভিনেত্রী।

দিন কয়েক আগেই এই ছবির শুটিং করতে গিয়ে গলায় চোট পান তিনি। সেই সময় ছবিটি পোস্ট করে প্রিয়ঙ্কা লেখেন, “পেশাগত প্রতিবন্ধকতা।” আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তাঁর।  আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এই মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’-এর। ছবিটি মুক্তি পাবে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োতে।

Leave A Reply

Your email address will not be published.