The news is by your side.

প্রিতম হাসান -মনিরা হাশেম,  বিয়ের পরে একসঙ্গে প্রথম ঈদ

0 142

গেল বছর অক্টোবরে সংসার বেঁধেছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রিতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বিয়ের পরে একসঙ্গে প্রথম ঈদ। নিজেদের বাড়িতেই ঈদ করেছেন তাঁরা।

দুপুর পর্যন্ত অপেক্ষায় ছিলেন শেহতাজ মনিরা। তখনো প্রীতম হাসান ব্যস্ত স্টুডিওতে। অবশেষে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন এই গায়ক। শেহতাজ ভেবেছিলেন এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু অবাক করেছেন প্রীতম। চাইতে হয়নি ঈদসেলামি। তার আগেই সেলামি পেয়েছেন শেহতাজ। ঈদের সেলামি কত পেলেন এই তারকা?

শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদসেলামি দিয়েছে।’ ঈদ সেলামি প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ফিফটি কে (৫০ হাজার) টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

শেহতাজ শ্যামলীতে মায়ের বাসায় থাকেন। আর প্রীতম থাকেন তাঁর বাসায়। বিয়ের পর থেকে এখনো নিজেদের সংসার গোছাচ্ছেন এই তারকা দম্পতি। জানা গেল, এই ঈদের পরেই তাঁরা নতুন বাসায় উঠতে যাচ্ছেন।

শিগগির লেকসিটি কনকর্ডে নিজেদের বাসায় উঠবেন। এই নিয়েই এখন চলছে তোড়জোড়। এবারের ঈদের বেশির ভাগ আয়োজনই তাই বাসা সাজানোকে ঘিরে। ঈদে কোথাও ঘুরতে যাবেন কি না, জানতে চাইলে শেহতাজ বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িতে যাব। বন্ধুদের সঙ্গে দেখা হয়। আড্ডা হয়। এই গরমে মধ্যে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। আমরাই কিছুটা সময় কাটাব।’

Leave A Reply

Your email address will not be published.