The news is by your side.

প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে গেলেন সারা আলি খান!

0 66

 

সারা আলি খান ও জাহ্নবী কপূর। বলিউডের দুই তাবড় পরিবারের সন্তান। এ বার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন তাঁরা। জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের চর্চা এখন সর্বজনবিদিত। প্রেমিকের নামাঙ্কিত হার গালায় পরে ঘুরেছেন আজকাল। এ বার শিখরের ছোট ভাই বীরের সঙ্গে লন্ডনে সারা!

বীর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে।

খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটবে তাঁর, এমনটাই গুঞ্জন। এ দিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিংহ রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। আবার কার্তিকের সঙ্গে এক সময় জাহ্নবীরও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠতা নতুন নয়। ২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসেও সে ব্যপারে উল্লেখ করেন।

সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে। তা হলে দুই অভিনেত্রী, দুই ঘনিষ্ঠ বান্ধবী কি ভবিষ্যতে দুই জা হতে চলেছেন?

Leave A Reply

Your email address will not be published.