The news is by your side.

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

0 111

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায় নাকি মৃত। এমনই তথ্য দেখিয়ে প্রায় নয় লাখেরও বেশি টাকা উধাও ব্যাঙ্ক থেকে। এই ঘটনায় রীতিমতো বিস্মিত অভিনেতার বোন।

পল্লবীর মৃত্যুর দাবি করেই তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে ৯ লাখ ১৭ হাজার টাকা।

অভিনেত্রী বলেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে আমার একটি পিপিএফ ফান্ড ছিল। দীর্ঘদিন ধরেই সেখানে টাকা সঞ্চয় করছি আমি। হঠাৎ ব্যাংক মারফত জানতে পারি, আমার ওই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে।

পল্লবী জানতে পারেন, তার প্রভিডেন্ট ফান্ডের সব সঞ্চিত টাকা উধাও হয়ে গেছে। এমনকি অভিনেত্রীকে মৃত বলেও দাবি করা হয়েছে। আর এই দাবি করেই অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। আর এই পুরো ঘটনা জানার পর রীতিমতো হতবাক পল্লবী।

তিনি বলেন, আমি ব্যাংকের কাছে জানতে চাই, আমি যদি মৃত হই, তা হলে তো আমার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু এর কোনো জবাব পাইনি আমি। আসলে এটা অনেক বড় জালিয়াতির চক্র চলছে।

ওই ঘটনা জানার পর ইতোমধ্যে আমি কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছি। তবে ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে উধাও হয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে ওই টাকা আদৌ ফেরত পাবেন কিনা, সে নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে অভিনেত্রীর।

তবে কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে। হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা সেগুলো জানতে পারছি না। কিন্তু এমন প্রতারণায় সত্যি আমি বিস্মিত।

Leave A Reply

Your email address will not be published.