The news is by your side.

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিমানবাহিনীর আচরণ বিপজ্জনক

0 106

মার্কিন যুদ্ধবিমানকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে ১৮০ বারেরও বেশি চীনা বাধার ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত দুই বছরে এই পরিমাণ বাধা দেওয়া হয়েছে, যা আগের দশকের মোট রিপোর্টের চেয়ে বেশি।

পেন্টাগন গতকাল মঙ্গলবার তার বার্ষিক ‘চীন সামরিক শক্তি প্রতিবেদনের’আগাম ছবি এবং ভিডিওর একটি সিরিজ প্রকাশ করেছে। শিগগিরই প্রতিবেদনটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। খবর আল-জাজিরা’র।

পেন্টাগন বলছে, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের জোরপূর্বক ও ঝুঁকিপূর্ণ অপারেশনাল আচরণ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে’ বলে উল্লেখ করেছেন ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিব এলি র‍্যাটনার।

র‍্যাটনার গত জানুয়ারির একটি ঘটনা উল্লেখ করেছেন। তাতে বলা হয়, দক্ষিণ চীন সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় উড়ন্ত একটি মার্কিন বিমানের দিকে চীনা জেট ঘণ্টায় শতাধিক মাইলেরও বেশি গতিতে উড়েছিল। জেটটি ১৫ মিনিটেরও বেশি সময় ধরে মার্কিন বিমান থেকে মাত্র ৩০ ফুট দূরত্বে উড়েছিল।

এসব উদাহরণ চীনের জবরদস্তিমূলক অভিপ্রায়কে প্রকাশ করে বলে মন্তব্য করেছেন র‍্যাটনার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার চীনের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.