The news is by your side.

প্রভাস-শ্রুতির ‘সালার’ মুক্তি নিয়ে কষতে হচ্ছে জটিল অঙ্ক!

0 150

চলতি বছরটা ভারতীয় সিনেমা বাজার নিজের দখলেই রেখেছেন সুপারস্টার শাহরুখ খান। অন্যদিকে পরপর একাধিক বিগ বাজেটের সিনেমা বক্স অফিসে ফ্লপ হওয়ায় ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ঝুলিতে ব্যবসাসফল সিনেমা জমা করতে পারছেন না অভিনেত্রী শ্রুতি হাসান। যে কারণে প্রভাস-শ্রুতির বহুল আলোচিত ‘সালার’ মুক্তি নিয়েও কষতে হচ্ছে জটিল অঙ্ক!

শুধু তাই নয়, শাহরুখের সিনেমার সঙ্গে নিজেদের সিনেমা মুক্তি মানে নতুন করে আত্মহুতি ছাড়া কিছু নয় বলেই মন্তব্য করছেন সিনেবোদ্ধারা। তবে এবার তাদের সেই শঙ্কা কিছুটা হলেও দূর হচ্ছে। প্রভাস-শ্রুতির ‘সালার’ সিনেমার সঙ্গে শাহরুখের ‘ডাঙ্কি’ মুক্তির কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শাহরুখ।

জানা গিয়েছিল, বড়দিনে বক্স অফিসে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ র মুখোমুখি হতে চলেছে শ্রুতি-প্রভাসের ‘সালার’ । চলতি বছরে ‘ডাঙ্কি’ মুক্তি পেলে নজির গড়তে পারতেন শাহরুখ। তবে নিজে থেকেই পিছু হটলেন বাদশা। যদিও নির্মাতার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিষয়টি নিয়ে শ্রুতি ভারতীয় গণমাধ্যমে বলেন, একই সময়ে দুটি সিনেমা মুক্তি নতুন কিছু নয়। তবে শাহরুখের মতো অভিনেতার সঙ্গে প্রতিযোগিতা একটু হলেও শঙ্কা তৈরি করে। তবে আমার মনে হয় যদি একসঙ্গে আমাদের সিনেমা মুক্তি পায় তবু দর্শকরা হতাশ করবে না।

Leave A Reply

Your email address will not be published.