The news is by your side.

প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরলেন চা-শ্রমিকরা

0 176

সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্বাসে সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন চা শ্রমিকরা।

রোববার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা-শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার মাঝে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়ছে। সমঝোতা চুক্তির পাঁচটি শর্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও সম্মান রেখে চা-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে আজ ২২ আগস্ট সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। আপাতত চলমান মজুরি ১২০ টাকা বহাল থাকবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রের প্রধান নির্বাহীর সদয় বিবেচনার পর চূড়ান্তভাবে মজুরি নির্ধারিত হওয়ার দাবি জানান উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ।

চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তারা আজ থেকে কাজে যাবেন।’

মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তার আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা খুশি। তারা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।’

Leave A Reply

Your email address will not be published.