The news is by your side.

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ১৫৫ রান, দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ৪ উইকেট হারাল আইরিশরা

0 127

ঢাকা টেস্টে প্রথমদিন ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৩৬৯ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নিয়েছে ১৫৫ রান। দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছে আইরিশরা।

সফরকারী দল ৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩ রান তুলেছে। ক্রিজে আছেন হ্যারি টেক্টর ও পিটার মুর। ওপেনার জেমস ম্যাককালাম শূন্য ও মুরি কামিন্স এক রান করে আউট হয়েছেন। অধিনায়ক বালবির্নি করেছেন ৩ রান।

প্রথম দিন প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের হয়ে মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া কার্টুস ক্যাম্পার ৩৪, লরকান টাকার ৩৭ ও মার্ক এডায়ার ৩২ রান যোগ করেন।

বাংলাদেশ প্রথমদিন নাজমুল শান্ত (০) ও তামিমকে (২১) হারায়। দ্বিতীয় দিন শুরুতে ফিরে যান মুমিনুল হক (১৭)। এরপর সাকিব ৮৭ ও মুশফিক ১২৬ রান করেন। মিরাজের ব্যাট থেকে আসে ৫৫ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম পাঁচ উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ ও এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রেনি নিয়েছেন ছয় উইকেট।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.