The news is by your side.

প্রথমবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

0 137

গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও কন্যার মুখ দেখাননি এই অভিনেত্রী। অবশেষে মেয়ে দেবীর মুখ দেখালেন নেটিজেনদের।

বুধবার (৫ এপ্রিল) রাতে মেয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার। ক্যাপশনে দেবীর পক্ষ থেকে তারকা দম্পতি লিখেছেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’

এসব ছবিতে গোলাপি রঙের জামা, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বিপাশা-করণের মেয়েকে দেখে ভালোবাসায় ভরিয়েছেন তারকারা। অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ অভিনেত্রী আরতি সিং লেখেন, ‘আমার জন্মদিনেই এলো প্রথম ছবি।’ দিয়া মির্জা লিখেন, ‘দেবী, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমাকে ভালোবাসি। তোমাকে ছুঁয়ে দেখার জন্য তর সইছে না।’

তাছাড়াও সুজান খান, সাগরিকা, মালাইকা আরোরাসহ অনেক তারকা ভালোবাসা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.