The news is by your side.

প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে:  সৌরভ গাঙ্গুলি

0 120

বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবেন দলের ক্রিকেটাররা, এমনটাই আশা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। তাদেরকে আয়নায় মুখ দেখে ভুল খোঁজার পরামর্শও দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

সৌরভের ভাষ্যমতে, দলের বেশির ভাগ ক্রিকেটার তরুণ হওয়ায় তাদের ছন্দে ফিরতে একটু সময় লাগছে। সৌরভ বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে।’

প্রথম চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ডেভিড ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালস। হার সম্পর্কে সৌরভ বলেন, ‘হার সব সময় কষ্ট দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে।’

বুধবার দিল্লি ক্যাপিটালসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টিম ডিরেক্টর। ‘পোস্ট ম্যাচ ইন্টারভিউ’তে তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ।

তিনি বলেন, ‘প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে! তবেই ভুল শুধরানো যাবে। আমি তাদের সবসময় বলি, একটি মৌসুমে ভালো করলে আপনার পুরো ক্যারিয়ার বদলে যেতে পারে।’

শনিবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.