মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে আগামী ২১-২৩ জুন যুক্তরাষ্ট্র সফর করবেন নরেন্দ্র মোদি। মোদির এই সফরকে সামনে রেখেই সোমবার একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ রাখলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।
প্রধানমন্ত্রীর এই সফরের তাৎপর্যের উপর জোর দিয়ে কোয়াত্রা বলেন, প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতার ক্ষেত্রে এই সফর এক চিহ্ন রেখে যাবে। পররাষ্ট্র সচিব বলেন, প্রতিরক্ষা খাতে একই সঙ্গে উৎপাদন এবং উন্নয়নের সমস্ত দিক মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার বিষয় হবে।
তিনি বলেন, “এই বৈঠকে প্রধান যে বিষয়ের ওপর জোর দেওয়া হবে তা হল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষায় সহযোগিতা।” এছাড়াও দেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদারিত্বের কথাও বলবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তিবিদ্যা তথা টেলিকম, স্পেস, ম্যানুফ্যাকচারিংয়ের ওপরও জোর দেওয়া হবে বলে কোয়াত্রা জানান।
নিউইয়র্ক থেকে শুরু হবে মোদির মার্কিন সফর, যেখানে তিনি ২১ জুন জাতিসঙ্ঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন। এরপর ২২ জুন প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। শেষে ২৩ জুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি বিলঙ্কেন যৌথভাবে প্রধানমন্ত্রী মোদির জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।