The news is by your side.

প্রতারণার শিকার হয়ে কোটি টাকা খোয়ালেন রাশমিকা

0 208

বড় রকমের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ঘটনায় ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা) খোয়া গেছে তাঁর।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকার এই বিপুল অঙ্কের টাকা সরানোর পেছনে রয়েছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার। ঘটনা জানার পরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন রাশমিকা।

এই ম্যানেজার রাশমিকার ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে রাশমিকার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতারণার ঘটনাটি কীভাবে ঘটল, তার বিস্তারিত জানা যায়নি।

সামনে বেশ কয়েকটি তেলেগু ও হিন্দি ছবিতে দেখা যাবে রাশমিকাকে। এর মধ্যে আছে রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি। এ ছাড়াও তাঁকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’-এ।

 

 

Leave A Reply

Your email address will not be published.