The news is by your side.

প্রতারণার মামলায় ফাঁসছেন শাকিরা

0 231

কলম্বিয়ান সুপারস্টার শাকিরা বিরুদ্ধে কর জালিয়াতির মামলায় বিচার শুরু হবে। স্থানীয় সময় আজ সোমবার এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। বার্সেলোনায় স্প্যানিশ প্রসিকিউটররা গ্র্যামি বিজয়ী গায়িকার জন্য আট বছরেরও বেশি কারাদণ্ড চেয়েছেন।

স্প্যানিশ প্রসিকিউটররা ৪৬ বছর বয়সী শাকিরার বিরুদ্ধে কর না দিয়ে স্প্যানিশ রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করার অভিযোগ এনেছেন।

অভিযোগ রয়েছে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্জিত আয়ের ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরোর ওপর কর দেননি শাকিরা।

শাকিরা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধুমাত্র ২০১৫ সালে স্থায়ীভাবে স্পেনে চলে এসেছিলেন এর আগে স্থায়ী ছিলেন না।

স্পেনের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন স্পেনে সময় কাটিয়েছেন শাকিরা। পরে তাদের বিচ্ছেদ হয়।

স্প্যানিশ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ল্যাটিন পপ গানের রানী শাকিরা ইসাবেল মেবারাক রিপোল স্পেনে যতদিন সময় কাটিয়েছেন ততদিন তাঁর কর দেওয়া উচিত ছিল।

স্প্যানিশ প্রসিকিউটররা মামলার জন্য সূক্ষ্ম তদন্ত চালাচ্ছেন। এতে গায়িকার ব্যক্তিগত জীবনও সবার সামনে বেরিয়ে আসতে পারে। শাকিরার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবিগুলোর দিকে নজর রাখা হচ্ছে, এ ছাড়া হেয়ারড্রেসারদের পেমেন্ট চেক থেকে শুরু করে গর্ভাবস্থায় সে যে হেলথ ক্লিনিকে গিয়েছিল তার তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.