আর্থিক সংকটের কারণে বার্সেলোনায় বেতন কম নিয়েও থাকতে রাজি ছিলেন পারেননি থেকে যেতে। ২০২১ সালে পাড়ি দেন অচেনা শহর প্যারিসে। চুক্তি করেছেন পিএসজির সঙ্গে, তারাও বর্তমানে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের সীমাবদ্ধতায় পড়েছে।
এই মৌসুমে মেসির বেতন বাড়াতে বা সমান করতে পে রোল ৩০ শতাংশ কমাতে চায় পিএসজি। নতুন কোনও চুক্তি হলে তার বেতনও কাটা হবে। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড পরিষ্কার জানিয়ে দিলেন, পে কাটে রাজি নয় তিনি। মানে বেতন কমানোর শর্তে থাকবেন না পার্ক দে প্রিন্সেসে।
এই জুনে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। দিন যত যাচ্ছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপার আরও জটিল হয়ে উঠছে।
বার্সা তাদের সেরা খেলোয়াড়কে ফেরাতে মাঠে নেমে পড়েছে বলে শোনা যাচ্ছে। ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট তো জানালেন, তারা মেসির সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়া এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিও তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে।