The news is by your side.

পূজা হেগড়ে বিয়ে করতে যাচ্ছেন মুম্বাইয়ের এক ক্রিকেটারকে

0 302

বলিউডে বাজছে একের পর এক বিয়ের সানাই। এবার সামনে আসল আরেক বলিউড অভিনেত্রী বিয়ের খবর। তিনি হলেন সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। শোনা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংয়ের সময় ভাইজানের সঙ্গে প্রেম করছিলেন পূজা। তখন সালমান বা পূজা কেউ কোন কথা বলেনি এই খবরে।

এতে অনেকেই ধরে নিয়েছিল প্রেমের গুঞ্জন সত্য। কিন্তু গুঞ্জনে জল ঢেলে দিলো পূজার বিয়ের খবর। নাহ! সালমান খান নয়, পূজা বিয়ে করতে যাচ্ছেন মুম্বাইয়ের এক ক্রিকেটারকে। শোনা যাচ্ছে, এই ক্রিকেটারের সঙ্গে বেশ কয়েকদিন ধরে মেলামেশা করছেন পূজা। তারসঙ্গে নাকি সবকিছু পাকাপাকি হয়ে আছে। বাকি শুধু বিয়ের পিড়িতে বসার। বিয়ে বা প্রেম কোন বিষয়েই এখন মুখ খুলছেন না অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কে এই ক্রিকেটার? তা এখনো জানা যায় নি। অভিনেত্রীও প্রকাশ করেননি তার নাম। তবে বিভিন্ন সুত্র বলছে ভারতের জাতীয় দলের এক ক্রিকেটারের নাম। তিনি হলেন ভারতের টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। এই সুত্র সঠিক কিনা তাও বলতে নারাজ অভিনেত্রী। তবে খুব শিগগিরই জীবনসঙ্গীর নাম প্রকাশ করবেন বলে জানান পূজা হেগড়ে।

Leave A Reply

Your email address will not be published.