The news is by your side.

পূজা হেগড়ে : বডিহাগিং পোশাকে স্পষ্ট শরীরের প্রতিটি ভাঁজ

0 148

দক্ষিণী নায়িকা পূজা হেগড়ের ফ্যান ফলোয়ারের সংখ্যা কম নয়। তার আকর্ষণীয় চেহারা, নাচের ঠুমকা আর মিষ্টি মুখে ফিদা সমস্ত ভক্তরা।

এবার ফের একবার খবরে এলেন পূজা হেগড়ে। তবে, কোনও নতুন ছবি নিয়ে নয়। বরং, খবরে এলেন কয়টি ফটোশ্যুটের জন্য।

সদ্য বিকিনি শ্যুট করেছেন পূজা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই, মুহূর্তে ভাইরাল।

সুপারস্টার প্রভাসের রাধে শ্যাম ছবিতে পূজা হেগড়ে তাঁর বিপরীতে অভিনয় করে যথেষ্ট নজর কেড়েছিলেন নায়িকা।

রাধে শ্যামের সফল্যও রেকর্ড গড়েছে বক্স অফিসে। ছবিতে পূজার অভিনয় থেকে নাচ নজর কেড়েছে সকলকে।

এই প্রথম নয়। পূজা হেগড়ে অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে শয় শয় ছবি। কয়েক মাস আগে পূজা হেগড়ে ছুটিতে মালদ্বীপ গিয়েছিল।

সেখানে বিকিনি শ্যুট করেছিলেন পূজা। সেই ছবি ইন্সট্রা-তে পোস্ট করেছেন তিনি।

ছবিতে কালো বিকিনিতে কখনও দেখা গিয়েছে তাঁকে। খোলা তুলে কালো বিকিনিতে পোজ দিয়েছেন নায়িকা। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.