গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি।
হ্যাঁ, এই নায়িকা হওয়ার মুহূর্তের কয়েকটি দৃশ্যের শুটিংই এখন বাকি রয়েছে, যার দৃশ্য ধারণ হবে ঢাকার নানা স্থানে। এটি শেষ হলেই বুচির নায়িকা হওয়ার জার্নির গল্প শেষ হবে।
গল্পটি ‘লিপস্টিক’ সিনেমার। এতে পূজা চেরি অভিনয় করছেন বুচি চরিত্রে। তাঁর বিপরীতে রয়েছেন আদর আজাদ।
চিত্রনাট্য পড়ার সময়েই গল্পটির প্রেমে পড়ে যান পূজা চেরি। চরিত্রটি করতে গিয়ে সেই প্রেম গাঢ় হয় আরও। তাই সিনেমাটি সত্যি সত্যিই দারুণ হয়েছে বলে দৃঢ়চিত্তে জানিয়ে দিলেন এ নায়িকা। বললেন, ‘সত্যি বলছি, লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত এতে কাজ করতে পেরে।’