The news is by your side.

পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো: মির্জা আব্বাস

0 138

আমরা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এর বিকল্প হিসেবে আমাদের গ্রহণযোগ্য ও পছন্দনীয় জায়গা দিলে আমরা মেনে নেব। পছন্দ না হলে আমরা যে জায়গার জন্য আবেদন করেছি, সেখানেই সমাবেশ করবো।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এ কথা বলেন ।

তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি। বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। নয়াপল্টনেই সমাবেশ করবো। তবে আমরা চাই, পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে।

গণসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। গ্রেফতার ও ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.