The news is by your side.

পুরোনো ক্লাব বার্সায় ফিরতে চান মেসি, তবে শর্ত আছে

0 115

স্পোর্টস ডেস্ক

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ,লিওনেল মেসিকে ফিরে পেতে উঠেপড়ে লেগেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তা নাকি কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির বাবা এবং তার এজেন্ট জর্জ মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবার স্পেনের সংবাদমাধ্যমের দাবি, পুরনো ক্লাবে ফিরতে নাকি কঠিন শর্ত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আগামী জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। যদিও তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী ফ্রান্সের ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনাও চায় ঘরের ছেলেকে ফিরে পেতে। ২০২৪ সালে বার্সোলোনার ১২৫ বছর পূর্তি। ক্লাবের বিশেষ এই মৌসুমে মেসিকে আবার বার্সেলোনার জার্সি পরাতে চান লাপোর্তা। ১২৫ বছরের অনুষ্ঠানে মেসিকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও নাকি আছে। সমস্যা একটাই, বাজারদর অনুযায়ী মেসিকে টাকা দিতে পারবে না বার্সেলোনা।

মেসিকে আনতে দলের দুই ফুটবলারকে বিক্রি করে দেওয়ার নির্দেশও দিয়েছেন লাপোর্তা। এতেও আর্থিক সংকটের সমাধান হবে না বলে মনে করছেন অনেকে। অন্যদিকে মেসির পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান থেকে আয়ের একটা বড় অংশ তাকে দিতে হবে। মেসির বাবা নাকি বার্সা কর্তৃপক্ষকে এই শর্তের কথা জানিয়েছেন।

সেই কৈশোর থেকে ২০২১ সাল পর্যন্ত টানা বার্সেলোনায় খেলেছেন মেসি। এই ক্লাবটির প্রতি তার আলাদা আবেগ আছে। কিন্তু পেশাদার ফুটবলার হিসেবে তিনি কি ন্যূনতম টাকায় খেলতে রাজি হবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, কম টাকায় বার্সেলোনায় ফিরতে আপত্তি নেই মেসির। তবে তার সেই শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে এখন পর্যন্ত মেসি বা বার্সার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

 

Leave A Reply

Your email address will not be published.