The news is by your side.

পুতিনের সমালোচকের ২৫ বছরের কারাদণ্ড

0 114

ক্রেমলিনের সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের জন্য কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার আদালত।

সোমবার মস্কোর একটি আদালত রাষ্ট্রদ্রোহ মামলা ও সামরিক বাহিনীকে হেয় করার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করে। ডয়েচে ভেলে দেশটির আদালত জানায়, রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো ও একটি ‘অবাঞ্ছিত সংস্থার’ সঙ্গে যুক্ত থাকায় জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এক বক্তব্য দেওয়ার পর কারা-মুর্জার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ওই বক্তব্যে তিনি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নিন্দা করেছিলেন।

ইউক্রেনে সৈন্য পাঠানোর পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া একটি নতুন আইন প্রণয়ন করে। দেশটির সামরিক বাহিনী সম্পর্কে কেউ ‘মিথ্যা তথ্য’ ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে। আর এই আইনের আওতায় ভ্লাদিমির কারা-মুর্জার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

৪১ বছর বয়সী কারা-মুর্জা একজন প্রাক্তন সাংবাদিক ও পুতিনের বিরোধী দলীয় রাজনীতিবিদ। তিনি একাধারে রাশিয়া ও ব্রিটিশ পাসপোর্টধারী। ২০১৫ সালে ক্রেমলিনের কাছে নিহত হওয়া বিরোধীদলীয় নেতা বরিস নেমতসভের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.