The news is by your side.

পুতিনের ‘তুরুপের তাস’ টি-১৪ আর্মাটা ট্যাংক

0 174

 

ইউক্রেন সেনাদের বিরুদ্ধে আক্রমণে এবার নতুন করে তোড়জোড় শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের মাটিতে নামানো হয়েছে রাশিয়ার নতুন অস্ত্র টি-১৪ আর্মাটা ট্যাংক।

সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে নবতম তুরুপের তাস হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক।

ইউক্রেনের মাটিতে এর ব্যবহার শুরু করেছেন ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী। মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংকের সাহায্যে কোনো লক্ষ্যভেদ শুরু করেনি তারা।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংককে এখনো কাজে লাগানো হয়নি।

পুতিনের এই অস্ত্র যে রুশ সেনাবাহিনীকে অতিরিক্ত ভরসা দেওয়ার জন্যই ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছে, তেমনই দাবি করেছে আরআইএ।

এই সাঁজোয়া গাড়িটি চালানোর জন্য যুদ্ধক্ষেত্রে সমন্বয় সাধনে ইউক্রেনের মাটিতে রুশ সেনাদের অনুশীলনও হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

Leave A Reply

Your email address will not be published.