The news is by your side.

পিস্তল হাতে এষা দেওল! হুঁশিয়ারি, ‘গুঁড়িয়ে যাব না গুঁড়িয়ে দেব’!

সুনীল শেট্টির সঙ্গে কাজ করতে পেরে প্রচুর আনন্দ হচ্ছে: এষা

0 109

ওয়েব সিরিজে ফিরছেন এষা দেওল তখতানি। ‘রুদ্র-দ্য এজ অফ ডার্কনেস’ এষার প্রথম সিরি। সেই সিরিজে এষার সঙ্গী অজয় দেবগন। এবার এষা আসছেন চাবুক হাতে! তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘হান্টার- টুটেগা নহি, তোড়েগা’। এবার তাঁর বিপরীতে দেখা যাবে সুনীল শেট্টিকে। এষা এই সিরিজেও অ্যাকশনদৃশ্যে অভিনয় করেছেন। সিরিজের পরতে পরতে অ্যাকশন ছড়ানো। পিস্তল হাতে শত্রুর মোকাবিলায় নামবেন এষা।
নিজের চরিত্র সম্বন্ধে উচ্ছ্বসিত এষা সাংবাদমাধ্যমে বলেছেন, “অ্যাকশন সবসময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল। এই সিরিজে বাড়তি আকর্ষণ টানটান নাটক, উত্তেজনা! আমি সবসময় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চেয়েছি। ‘হান্টার- টুটেগা নহি, তোড়েগা’ আমাকে সেই ঘরানায় আমার দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।” তিনি আরও বলেছেন, “অ্যাকশন আমাকে অ্যাড্রেনালিন রাশ দেয়। সুনীল শেট্টির সঙ্গে কাজ করতে পেরে প্রচুর আনন্দ হচ্ছে।”
ইউডলি ফিল্মস নিবেদিত সিরিজের পরিচালক প্রিন্স ধীমান এবং অলোক বাত্রা। সুনীল-এষা ছাড়াও অভিনয় করেছেন রাহুল দেব, স্মিতা জয়কার, বরখা বিস্ত, করণবীর শর্মা, পবন চোপড়া, মিহির আহুজা। ২২ মার্চ থেকে অ্যামাজন মিনি টিভিতে দেখা যাবে চাবুকের জোর।

Leave A Reply

Your email address will not be published.