The news is by your side.

পিকের সঙ্গে বিচ্ছেদ  হৃৎপিণ্ডে ফুটো করে দিয়েছে : শাকিরা

0 31

 

মার্কিন পপ তারকা  শাকিরা ও জেরার্ড পিকে । উষ্ণ রসায়নের উত্তাপে একত্রবাস চলছিল ভালই। বিয়ে করেননি, তবে দুই পুত্র মিলান ও সাশাকে নিয়ে জমে উঠেছিল সংসার। এক দশক প্রেম চলার পরে হঠাৎ ছন্দপতন। বছর দুয়েক আগে তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক বিনোদন মহল।

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শাকিরা। বিচ্ছেদের যন্ত্রণা প্রসঙ্গে বললেন, “মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডে কেউ ফুটো করে দিয়েছে। এতটাই যন্ত্রণার মধ্যে ছিলাম মনে হচ্ছিল সত্যিই যেন শারীরিক আঘাত পেয়েছি। বুকের ছিদ্র দিয়ে মানুষ দেখতে পাবে যেন!”

২০২৩ সালে শাকিরা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে। শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে। সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেন শাকিরা। ২০১০ সালে প্রেমের সূত্রপাত। প্রায় ১২ বছর একত্রবাসের পরে ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। একটি বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন, সন্তানদের কথা ভেবেই বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া করতে চান না।

 

Leave A Reply

Your email address will not be published.