কাতার বিশ্বকাপে শেষে নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন ফুটবলাররা। এরই মধ্যে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। ইউরোপীয় অন্য লিগগুলোর খেলা শুরুর অপেক্ষায়। এর মধ্যে বোমা ফাটালো স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরিও। তাদের দাবি পিএসজিতে থাকতে তিন শর্ত দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে অন্যতম নেইমারকে বিক্রি করতে হবে।
ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো নয় এটা পুরনো খবর। এ ছাড়া পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়েরের সঙ্গেও ফরাসি তারকার সম্পর্ক ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন ছিল। নতুন তিন শর্ত দিয়ে সেটিও পরিষ্কার করে দিলেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
এর মধ্যেই আবারও গুঞ্জন উঠেছে ইউরোপের মধ্যবর্তী দলবদলের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এই খবর উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি সরাসরি জানিয়ে দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে আর তারা চাইছে না।
কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে গত মৌসুম শেষে মাদ্রিদে পাড়ি জমানোর কথা থাকলেও তা করেননি এমবাপ্পে। উল্টো পিএসজির সঙ্গে বাড়িয়ে নিয়েছেন চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।
স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরিও তাদের প্রতিবেদনে জানায় ক্লাবের বর্তমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন এমবাপ্পে। পিএসজিতে থাকতে নতুন তিনটি শর্ত দিয়েছেন তিনি।
এরই মধ্য প্রথম ও অন্যতম ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছেড়ে দিতে হবে।
এ ছাড়া আরও বেশ কিছু জিনিস দাবি করেছেন এ ফরাসি তারকা। ক্লাবের প্রজেক্টের প্রধান হতে চান এমবাপে। তবে সর্বোপরি মাঠের মধ্যে থাকতে চান বিশ্বকাপ জয়ী এ তারকা। অর্থাৎ খেলার ধরণ এমন হবে যা তাকে সবসময় সাহায্য করতে পারে এবং অন্য খেলোয়াড়দের মাঠে থাকার উপর নির্ভর করে না। দলের প্রধান পেনাল্টি টেকার হবেন তিনি। একই ফ্রি কিকও নিতে দিতে হবে তাকে।
নিজের ইচ্ছে মতো চুক্তি বাতিলের স্বাধীনতা থাকবে এমবাপের। চাইলেই ২০২৩ সালে মৌসুমে শেষে ক্লাব ছাড়তে পারবেন এ তরুণ।
একই সঙ্গে দিতে হবে সর্বোচ্চ বেতন। নিজের মর্যাদা অনুযায়ী সম্মানী আশা করছেন এমবাপে। যদিও এটা কোনো সমস্যা নয় পিএসজির জন্য। এরমধ্যেই রেকর্ড পরিমাণ বেতন ও বোনাসের প্রস্তাব দিয়েছে দলটি।