ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রকে বিক্রি করে দিতে চেয়েছিলেন পিএসজির কর্তারা। তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল চেলসি ও জুভেন্টাসের মতো দলও। তবে নেইমারের দলবদলের সম্ভাবনাটা আরো কমে গেল এখন। তার চুক্তিতে অটোমেটিক ক্লজের বিষয়টি থাকায় চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেছে।
দেড় বছর আগে নেইমার যখন ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন, তখন সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে নেইমারের মেয়াদ আরো দুই বছর বাড়বে। অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে। আর এ শর্ত কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে।
মেয়াদ বাড়ার ফলে নেইমারকে দলে ভেড়ানোটা আরো কঠিন হয়ে গেল অন্য ক্লাবগুলোর জন্য। বর্তমানে পিএসজিতে নেইমারে বাৎসরিক বেতন ৩০ মিলিয়ন ইউরো, যা পিএসজির জন্য কিছুটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এদিকে নেইমার এই শর্ত কার্যকর করায় খুশি নন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।