The news is by your side.

পায়রা’র জন্য সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এলো আরেকটি জাহাজ

0 141

 

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা এসেছে। ‘এমভি পাভো ব্রেভ’ নামের কয়লা ভর্তি জাহাজটি শনিবার (১ জুন) মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

আজিজুর রহমান জানান, রোববার সকাল ৯টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভেড়ে। দুপুরে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। ৪ থেকে ৫ হাজার টন কয়লা লাইটারের মাধ্যমে খালাসের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে রাতে জাহাজটিকে নেওয়ার পর পুরোপুরি কয়লা খালাস শুরু হবে।

দীর্ঘ প্রায় একমাস বন্ধ থাকার পর গত মাসে পুনরায় চালু হয় পায়রা বিদ্যুৎকেন্দ্র। গত মাসের ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামে একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। বিদ্যুৎকেন্দ্র চালুর পর এটি হলো কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ।

পর্যায়ক্রমে আরও জাহাজ আসবে জানিয়ে আজিজুর রহমান বলেন, শিগগিরই ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটেরও উৎপাদন শুরু হবে। এর মধ্য দিয়েই পুরোপুরি উৎপাদনে ফিরবে পায়রা।

Leave A Reply

Your email address will not be published.