The news is by your side.

পাড়ার ক্রিকেট বা আন্তর্জাতিক মঞ্চ,সবখানে জিততে চান সাকিব

0 93

আফগানিস্তান ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, জয়ের জন্য মাঠে নামেন তিনি। পাড়ার ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, সবখানে জিততে চান সাকিব।

সাকিব বলেন, ‘মনে হয় আমি কখনো হারতে চাই না, কখনোই না।

সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে সাকিব আল হাসান পরিচয় এনে দিয়েছে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদায় টি-টোয়েন্টির দৌরাত্ম্য বেড়েছে।

এর সঙ্গে ক্রিকেটে অভিজাত ফরম্যাট টেস্টকে বাঁচিয়ে রাখতে ওয়ানডে ফরম্যাটে শেষ দেখে ফেলেছেন ক্রিকেট বোদ্ধাদের অনেকে। কিন্তু সাকিবের কাছে প্রিয় ফরম্যাট ওয়ানডে। সাকিব বলেন, ওয়ানডে আমার পছন্দের ফরম্যাট। বড়ই হয়েছি ওয়ানডে খেলে খেলে।

ছোটবেলা থেকে এটা সম্পর্কে জানাশোনা ছিল। টি-টোয়েন্টি আর টেস্টের জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে।’

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়েছেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার টুর্নামেন্ট সেরার দৌড়েও বেশ ভালোভাবে ছিলেন তিনি।

এই বিশ্বকাপে কিছু একটা করে দেখাতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন বলে জানালেন সাকিব, ‘২০১৯ বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে সেরা। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’

Leave A Reply

Your email address will not be published.