The news is by your side.

আন্তর্জাতিক পযায়ে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে চীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে চীনের পররাষ্ট্র মন্ত্রী

0 172

 

বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করবে বাংলাদেশ ও চীন।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আশাবাদ ব্যক্ত করেন।

তাইওয়ান ইস্যুতে এক চিন নীতি সমর্থন করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে উল্লেখ করে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চীনের বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে  পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় টেকসই অর্থনৈতিক অবস্থা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.