The news is by your side.

পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি

0 119

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন দেশজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙ্চুর ও বিক্ষোভ করে তার সমর্থকরা। এমন সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির।

এক বিবৃতিতে শনিবার পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী তাদের স্থাপনার পবিত্রতা ও নিরাপত্তার লঙ্ঘন বা ভাঙচুরের কোনও প্রচেষ্টা বরদাস্ত করবে না। পরিকল্পনাকারী, মদদদাতা, প্ররোচনাদাতা এবং ধ্বংসযজ্ঞের নির্বাহকদের বিচারের মুখোমুখি করার হবে। গত ৯ই মে পাকিস্তানের জন্য একটি ‘কালো দিন’।

পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার কোর সদর দফতর পেশোয়ার পরিদর্শন করেন। পরে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)- এর পক্ষ থেকে বিবৃতি জানানো হয়েছে, সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির বিষয়গুলোর ওপর জোর দেন।

সেনাপ্রধান মুনির বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে এই হুমকি মোকাবিলা করবো।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গত মঙ্গলবার (৯ মে) ইসলামবাদ হাইকোর্টে হাজির হন পিটিআই-এর নেতা ইমরান খান। আদালতে প্রবেশ করার আগেই নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার এই জামিন মঞ্জুর করা হয়।

এদিকে ইমরান খান আটক হওয়ার পর তার হাজারো সমর্থককে আটক করেছে পুলিশ। সহিংসতার অভিযোগ এনে তাদের আটক করার কথা জানিয়েছে প্রশাসন।

 

 

Leave A Reply

Your email address will not be published.