পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক এক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ঘটেছে এই ঘটনা।
খারান অঞ্চলে এক মসজিদের বাইরে হামলাকারীরা সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইয়ের ওপর গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
এরপর মুহাম্মদকে পাশের এক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আব্দুল কুদ্দুস বিজেনজো মুদাম্মদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মুদম্মদকে এক ডরহীন বিচারপতি হিসেবে উল্লেখ করেন। তার সেবা ভোলার মতো নয় বলে জানান তিনি।
বিজেনজো বলেন, শান্তির শত্রুদের কাপুরুষোচিত জাতিকে ভয় দেখাতে পারবে না। দেশটির কোয়েটা বার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমল খান কাকর সাবেক প্রধান বিচারপতির ওপর হামলার নিন্দা জানিয়েছেন।