The news is by your side.

পাকিস্তানে সন্ত্রাসী-নিরাপত্তা বাহিনী গোলাগুলি, নিহত ৩০

0 70

 

পাকিস্তানের বেলুচিস্তানের মাচ ও কোলপুরে গত তিন দিন ধরে অভিযানে অন্তত ২৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানের নাম ছিল ‘ফায়ারফাইটস অ্যান্ড স্যানিটাইসেশন/ক্লিয়ারেন্স অপারেশনস’।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সন্ত্রাসীরা মাচ ও কোলপুরে কমপ্লেক্সে গত ২৯ ও ৩০ জানুয়ারি রাতে হামলা চালায়। মাচে রকেট ও সতন্ত্র অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালালে তা প্রতিহত করা হয়। এছাড়া কোলপুরে সন্ত্রাসী একটি হোটেল ও ছয়টি দোকান লক্ষ্য করে হামলা চালায়। এসব স্থাপনায় তারা আগুন জ্বালিয়ে দেয়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে চারজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দুইজন বেসামরিক লোক শহীদ হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, সন্ত্রাসীরা হামলা শুরু করলে দ্রুত জবাব দেওয়া শুরু করে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে।

আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের খোঁজে অভিযান শুরু করে। টানা তিনদিনের অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.