The news is by your side.

পাওলি দাম: অনস্ক্রিনে ছেলের বন্ধুর সঙ্গে সঙ্গম

0 194

পাওলি দাম। টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী। টলিউড নয় বরং বলিউডেও অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি।

সম্প্রতি নায়িকার হিন্দি ওয়েব সিরিজ মুক্তি পেলো-  যার নাম কর্মযুদ্ধ। তাঁর সঙ্গে অভিনেতা সতীশ কৌশিক ও আশুতোষ রাণা নজর কেড়েছেন। রয়েছেন বাঙালি অভিনেতা চন্দন রায় সান্যাল।

কলকাতা শহরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে কর্মযুদ্ধ। ওয়েব সিরিজে পাওলি একজন সফল ব্যবসায়ী। নিজের সৎ ছেলেকে খুব ভালোবাসেন তিনি। এরপরেই গল্পে এন্ট্রি নেবে সৎ ছেলের প্রিয় বন্ধু। তারপরেই পাল্টে যাবে গল্প। আসবে একাধিক টুইস্ট। সিরিজটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এর মধ্যেই।

শুধু অভিনয় নয় পাশাপাশি খালি গলায় গান গেয়েছেন পাওলি। সেই গানে মুগ্ধ গোটা নেট দুনিয়া। এই গল্পটি শুরু হচ্ছে রায় পরিবারকে কেন্দ্র করে। ক্ষমতা ধরে রাখা এবং ক্ষমতা

পাওয়ার লড়াই হচ্ছে এই গল্পে। ব্যবসায়ী মহিলার থেকে ছেলের বন্ধুর সঙ্গে জটিল সম্পর্ক সবকিছু দর্শকদের মনে দাগ কেটে গেছে। এমনকি কলকাতার ঝলক আকর্ষণ করেছে বাঙালিরা আবেগকে।

Leave A Reply

Your email address will not be published.