The news is by your side.

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর উত্তর ও দক্ষিণখানে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

0 101

 

গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাইপলাইন মেরামতের কাজ চলছে, দ্রুততম সময়ে তা ঠিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের কাজের সময় নিয়োজিত ঠিকাদার কর্তৃক গ্যাস পাইপ লাইন ক্ষতিগ্রস্ত বা লিকেজ হওয়ায় ঢাকা মহানগরীর উত্তর খান এবং দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পাইপলাইনের মেরামত কাজ চলমান রয়েছে।

এতে আরো বলা হয়, অতি দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে মর্মে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত।

 

Leave A Reply

Your email address will not be published.