The news is by your side.

পাঁচ সপ্তাহেই নিজেকে বদলে পরিবর্তন করেছেন হৃতিক

0 375

বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের উপস্থিতি মানেই ভক্তদের ঘুম উড়ে যাওয়া। ৪৯ বছর বয়সেও ‘সিক্স প্যাক’ কিংবা ‘এইট প্যাক’ তার শরীরে স্পষ্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের ফিটনেস রহস্য ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র পাঁচ সপ্তাহে তার শরীরের ভোলবদল করেছেন তিনি। অভিনেতা পাঁচ সপ্তাহ আগেকার ও তার পরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ছবির চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আমি ভালোবাসি।’

এত কম সময় শরীরে এমন আমূল পরিবর্তনের রহস্য সম্পর্কে হৃতিক নিজেই জানিয়েছেন। অভিনেতা বলেন,‘এই কাজটা মোটেই সহজ ছিল না। জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য না বলতে হয়েছে।

প্রিয়জন, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সময় দিতে পারিনি, সামাজিক অনুষ্ঠানে যেতে পারিনি, ছেলেমেয়েদের স্কুলের মিটিংয়ে যেতে পারিনি, এমনকি রাতের দিকে কোনও কাজ থাকলে সেখানেও না বলতে হয়েছে। সব থেকে কঠিন ছিল রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়া।’

তবে এই ভোলবদলের জন্য অভিনেতা নিজের ট্রেনার ক্রিস গেথিনকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতা আরও জানিয়েছেন, ফিট হওয়ার এই যাত্রাপথে হৃতিক তার বান্ধবী সাবা আজাদকেও পাশে পেয়েছেন।

আসন্ন অ্যাকশন নির্ভর সিনেমা ‘ফাইটার’-এর জন্যই হৃতিকের এই বডি রূপান্তর। আর এই সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

Leave A Reply

Your email address will not be published.