The news is by your side.

পাঁচতারা হোটেলের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছেন বিদ্যা বালান!

0 145

 

একজন অভিনেতা তাও আবার ফাইভ স্টার হোটেলের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছেন! এ আচরণ কেন করেছিলেন বিদ্যা? সেই প্রসঙ্গে নিজেই খোলসা করলেন তিনি। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন বিদ্যা! অভিনেত্রী বলেন, “একটি মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়েছিল। আর আমি তাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম। সবকিছুতে সাহায্য করছিলাম। তারপর যখন রাতে অনুষ্ঠান শেষ হল, তখন আমরা যা করেছিলাম..আমি আজও ভুলতে পারি না সেসব।”

রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হওয়ার পর,  সকলে মিলে হাঁটতে গিয়েছিলেন। তারপর? হাসির ছলেই অভিনেত্রী বলেন, “আমায় একটি ডেয়ার দেওয়া হয়। আমার একজন বন্ধু আমায় বলে, ওবেরয় হোটেলের কফি শপে গিয়ে দরজার বাইরে থেকেই ভিক্ষা করতে হবে। আর বলতে হবে আমায় কিছু খেতে দিন। একটি অবাক আর ইতস্তত বোধ করলেও আমি হেরে যাই নি। আমি যে অভিনেত্রী এটা ওরা কেউ বুঝতে পারেন নি। লাগাতার আমি দরজার বাইরে থেকে বলতে থাকলাম, যে খিদে পেয়েছে, কাল থেকে কিছু খাই নি।”

কিন্তু, অভিনেত্রীর আসল অভিনয়ের চোটে জেরবার সকলে। একটা সময় তো, তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন সকলে। অন্যদিকে তাকিয়ে ছিলেন বাকিরা। এসব ঘটনার পরে, বেশ লজ্জায় পরে যান বিদ্যার বন্ধু। অভিনেত্রী বলেন, “আমার অভিনয় দেখে আমার বন্ধুর সে কি লজ্জা! ওই আমায় বলে, না চলে আয় আর কিছু করতে হবে না। তবে, আমি চ্যালেঞ্জ জিতেই ফিরে আসি।”

Leave A Reply

Your email address will not be published.