The news is by your side.

পহেলা বৈশাখ ও ঈদে নিরাপত্তা হুমকি নেই: আইজিপি

0 158

পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার  ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষ সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের প্রতিটি মার্কেট, বিপণি বিতান, মসজিদ, ঈদগাহ মাঠ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

ঈদের ছুটির সময় চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এমন প্রশ্নে জবাবে পুলিশ প্রধান বলেন, ‘ছিনতাই রোধে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে। ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযান চলমান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশও কাজ করে যাচ্ছে।’

 

 

 

Leave A Reply

Your email address will not be published.