The news is by your side.

পশ্চিমবঙ্গে ‘লাল সিংহ চড্ডা’ নিষিদ্ধ করার দাবি

জনস্বার্থ মামলা দায়ের

0 249

আমির খান ও করিনা কপূর অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবি বন্ধ বা নিষিদ্ধ করার দাবি উঠল পশ্চিমবঙ্গে। এই ছবি বন্ধ বা নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।

আমিরের এই ছবি দেশের অন্য রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। এ রাজ্যে এই ছবির প্রদর্শন করা হলে, শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় গত সপ্তাহে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন নাজিয়া এলাহি খান নামে এক মহিলা। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

‘লাল সিংহ চড্ডা’ ছবির বয়কটের ডাক দেওয়া হয় বিভিন্ন রাজ্যে। এর ফলে বক্সঅফিসে অনেকটাই ধাক্কা খেতে হয়েছে ছবি নির্মাতাদের।

Leave A Reply

Your email address will not be published.