The news is by your side.

পল্টনে পুলিশের উপর বিএনপি কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ

0 145

রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে বলে জানা গেছে।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও  জলকামানও প্রস্তুত ছিল।

সরেজমিনে থাকা একাধিক সংবাদকর্মী জানিয়েছে, সংঘর্ষের সময় বিএনপির সমর্থকরা ইটপাটকেল ছোড়ে। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও একজন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে দুপুর ১২টার নয়াপল্টন এলাকায় একাধিক সাঁজোয়া যান, প্রিজন ভ্যান এবং অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে চাইছে না বিএনপি।

 

 

Leave A Reply

Your email address will not be published.