The news is by your side.

পর্ণ ছবি:   সি থ্রিু পোশাকে ছবিতে উষ্ণ দিশা পাটানি!

0 144

দিশা পাটানি, কেলভিন কেইনের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রায়শই নানা ধরনের অন্তর্বাস পরে ছবি ছাড়তেন। শিকার হলেন চরম কটূক্তির। কিন্তু নিজের পছন্দের সঙ্গে আপোষ করেননি তিনি।

২০১৫ সালে তামিল ছবি ‘লোফার’ দিয়ে বড় পর্দায় পদার্পণ। হিন্দি ছবিতে প্রথম কাজ ‘এমএস ধোনি’।

সিনেমার থেকেও বেশি নিজের এই বোল্ড ছবির জন্যই বিখ্যাত তিনি। সম্প্রতি নিজের সি থ্রিু পোশাকে একাধিক ছবিতে উষ্ণতার মাত্রা ছাপিয়েছেন অভিনেত্রী। জামাটি যেন তাঁর শরীরের প্রত্যেকটা অংশের নিপুণতা ফুটিয়ে তুলতে বিশেষ করে তারই জন্য বানানো হয়েছে।

স্বাভাবিকভাবেই এই ছবিতেও নেটিজেনদের একাংশ নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, অভিনেত্রী তো কোনও অংশেই নন বরং একজন পর্ণস্টার লাগছেন।

যদিও এতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি আছেন তাঁর আনন্দ নিয়ে। দীর্ঘদিন টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ইতি টানেন দুজনেই। যদিও বর্তমানে আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে ডেট করতে ব্যস্ত দিশা।

 

Leave A Reply

Your email address will not be published.