The news is by your side.

পরীমনি-রাজ সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম!

0 171

শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় কেন্দ্রে এসেছে স্ত্রী পরীমনির সঙ্গে তার সম্পর্ক এখন কোন পর্যায়ে। এ নিয়ে পরীমনির তরফ থেকে জানা যায়, তার স্বামী রাজ ১০ দিনের বেশি সময় ধরে বাসাতেই নেই। এমনকি তিনি জানিয়েছেন, এটি বিচ্ছেদের ইঙ্গিত কিনা তাও বুঝতে পারছেন না।

বৃহস্পতিবার এক সংবাদমাধ্যম পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন রাজ। সেই সাক্ষাৎকারে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।

বর্তমানে আপনাদের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে— এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘সেটি নিয়েও কথা বলতে রাজি নই আমি।’

বিয়েবিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা? জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘সেটিও জানি না।’

সাক্ষাৎকারের এই পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়— তা হলে কে জানে? এর জবাবে রাজ বলেন, ‘আমার থেকে ভালো জানে চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন। তাদের সঙ্গে কথা বলুন।’

আপনাদের সম্পর্কটি সামনের দিকে এগোবে নাকি এখানেই ইতি ঘটবে? এই প্রশ্নের জবাবেও এই দুই নির্মাতার নাম নেন রাজ। তিনি বলেন, ‘সেটি চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবেন। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

নিজের সিদ্ধান্ত বিষয় জানতে চাইলে রাজ বলেন, ‘আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। ও কী চায় সেটি জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চূড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই।’

 

Leave A Reply

Your email address will not be published.