The news is by your side.

পরীমণির ‘স্বাধপূরণ’

0 206

 

মা হওয়ার অনুভূতি যেন পৃথিবীর সকল অনুভূতিকে এক নিমেশে ছাপিয়ে যায়। এটি একজন নারীর জীবনের সবচেয়ে বিশেষ অনুভূতি। আর এই অমূল্য সময়টিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ওপার বাংলার অভিনেত্রী পরীমণি। এই সময়ের বিভিন্ন বিশেষ মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। আর কিছুদিনের মধ্যেই তার কোলে আসতে চলেছে ফুটফুটে এক নতুন সদস্য। আর তার আগেই ‘স্বাধেরসাধ’ পূরণ হচ্ছে পরীমণির। ইচ্ছেপূরণের নেপথ্যে রয়েছে ‘স্বপ্নজাল’এর শিল্পী সরকার।

বুধবার (২৭ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন নায়ক ইয়াশ রোহানের মা অভিনেত্রী শিল্পী সরকার অপু। তিনি অন্তঃসত্ত্বা পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার হিসেবে দুটো শাড়িও নিয়ে যান। সেই মায়ের দেওয়া শাড়ি পরেই তার হাতের রান্না করা খাবার খেয়েছেন পরী।

ফেসবুকে মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘আজ মা এসেছিল, তার হাতের এত্ত পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এত্তগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম।’

তিনি আরও লিখেছেন, ‘মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরীর সেই পোস্টের নিচে নেটিজেনরা ভালোবাসার বার্তায় ভরিয়ে দিয়েছেন। নায়িকার আরেক মা নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘তুমি তো তুমি। তোমাকে আদর না করে কেউ পারে। অনেক ভালোবাসা পরীমণি।’

সম্প্রতি পরীমণির কিছু ছবি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে নায়িকার বেবি বাম্প স্পষ্ট। ঢালি পাড়ার ভবিষ্যৎ মায়ের সেসব ছবিতে ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।

Leave A Reply

Your email address will not be published.