The news is by your side.

পরীমণির জীবনটা আমার মতো : তসলিমা নাসরিন

0 128

ভালোবেসে বিয়ের এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে। তিনি রাজকে তার জীবন থেকে মুক্তি দিয়েছে। একটি অসুস্থ সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন।

আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’

এরপর পরী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজের বাসা থেকে ছেলে রাজ্যকে নিয়ে বের হয়ে আসেন তিনি।

এদিকে পরীমণির এমন পরিস্থিতিতে নিজের জীবনের ছায়া খুঁজে পেলেন লেখক তসলিমা নাসরিন। তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

পরীর সমর্থনে তসলিমা আরও লিখেছেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে ঢাকার বোট ক্লাবের ঘটনা ও বাসায় র‍্যাবের অভিযান কাণ্ডে পরীমণির সমর্থনে কথা বলেছিলেন তসলিমা নাসরিন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরিচয় হওয়ার মাত্র সাত দিনের মাথায় তারা বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ বছরের ১০ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave A Reply

Your email address will not be published.