The news is by your side.

পরীমণির চোখে মাতৃত্ব সুন্দর

0 113

 

অভিনেত্রী পরীমণি। পাঁচ মাসের ছেলে রাজ্যকে স্তন্যপানের মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে নিজের উপলব্ধি সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরী।

লিখলেন, “স্তন্যপান মানে শুধুমাত্র সন্তানকে দুধ খাওয়ানো নয়, এর অর্থ হল সন্তানের সঙ্গে তার মায়ের যোগাযোগ তৈরি হওয়া। মায়ের সঙ্গে সন্তানের বন্ধন দৃঢ় হওয়া।” পরীমণির চোখে মাতৃত্ব সুন্দর। সোমবার মাঝরাতে নিজের সেই উপলব্ধির কথা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে পরীমণির নাম। বেশিরভাগ সময়ই সৃষ্টি করেছে নানা বিতর্কের। মাস কয়েক আগে প্রায় ভাঙতে বসেছিল শরিফুল রাজ এবং পরীমণির সম্পর্ক।

অন্য নায়িকার সঙ্গে স্বামীর পরকীয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। স্বামীর ঘর ছাড়ার কথাও জানিয়েছিলেন ফেসবুকে। তবে সেই সবই এখন অতীত। আবারও মিল হয়েছে তাঁদের। শরিফুলের বাড়িতে ফিরে গিয়েছেন পরীমণি।

দীর্ঘ সময় পর সোমবার একসঙ্গে দেখা যায় পরী এবং স্বামী শরিফুলকে। কোনও এক সংস্থার প্রচার পর্বের জন্য। ফলে তাঁদের মিল যে হয়েছে সে কথা স্পষ্ট। প্রসঙ্গত, সম্পর্ক জোড়া লাগার কয়েক দিনের মধ্যেই রাজের পরিবর্তন লক্ষ্য করেন পরীমণি।

তিনি বলেন, ‘‘প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভাল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। এক দিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।’’

Leave A Reply

Your email address will not be published.