The news is by your side.

পরীক্ষাগারে জনবল সংকট, সংক্রমণের ঝুঁকি বাড়ছে

0 538

 

 

রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা অবস্থায় রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদফতরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয় তবে জনবল সংকটসহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা

দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও, নমুনা সংগ্রহ পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর সময়মত ফলাফল না পাওয়ায়, আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন।

এরফলে দেশজুড়ে করোনা ঝুঁকি ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরী হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলে, ‘যেহেতু এটি সংক্রামক ব্যাধি তাই এটিকে নিয়ে আরেকটু মনোযোগী হওয়া দরকার। মাঝখানে একটা দিন সময় নিয়ে রিপোর্টটা প্রকাশ করার দরকার।’

Leave A Reply

Your email address will not be published.