শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কে যখন ফাটল, তখনই নায়কের জীবনে আবির্ভাব নায়িকা বুবলীর। প্রেমের পর তারা বিয়েও করেন। তাদের কোলজুড়ে আসে সন্তান বীর। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি।
শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন— বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সবসময় বলে আসছেন— শাকিব এখনো তার স্বামী। তবে সবসময় শাকিবের প্রতি সমর্থন জানিয়েছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
গণমাধ্যমে তিনি শাকিবের সঙ্গে সিনেমা, বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন। সিনেমায় তাদের জুটি নিয়ে অপু বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন।
অভিনয়ের বিষয়ে তিনি বলেন, কোনো ছবিতে অভিনয়ের জন্য শুধু নায়ক-নায়িকা প্রধান বিষয় নয়, প্রযোজক, পরিচালকসহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে আমি বা শাকিব দুজনেই কাজ করব।