The news is by your side.

পরিশোধন খরচ বেশি: রাশিয়ার তেল আমদানি সম্ভব না-ও হতে পারে!

0 146

 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসির পাঠানো অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা পরীক্ষা প্রায় গুছিয়ে এনেছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ল্যাব। বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ বিষয়ে প্রতিবেদন দাখিলের সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

তবে পরীক্ষা পুরোপুরি শেষ না হলেও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার মতে, পরিশোধন খরচ বেশি হওয়ায় শেষ পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি সম্ভব হবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ভারত-চীনসহ কয়েকটি দেশ রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত জ্বালানি তেল কেনা শুরু করে।

বাংলাদেশ সাধারণত সৌদি আরব ও আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে সেই তেল পরিশোধন করে ডিজেল, পেট্রল, অকটেনসহ বিভিন্ন রকম জ্বালানি তেল উৎপাদন করে। বছরে ১৫ লাখ টন তেল শোধনের সক্ষমতা আছে তাদের। দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল।

ভারত-চীনসহ কয়েকটি দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা শুরুর পর গত মে মাসে দেশটি বাংলাদেশকেও অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব দেয়। সংকট মোকাবিলায় সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিপিসি রাশিয়ার জ্বালানি তেলের মান, ব্যবহারের উপযোগিতা, দাম এবং আমদানি খরচসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়। গত ২৫ আগস্ট জারুবেঝনেফ জেএসসির পাঠানো অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি কন্ট্রোল) রায়হান আহমাদ  বলেন, ‘অনেকগুলো টেস্ট করতে হচ্ছে। কয়েকটা টেস্ট এখনও বাকি আছে। একটা কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা টেস্টের রেজাল্ট অ্যানালাইসিস করবেন। তারপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। আমরা বৃহস্পতিবার বিপিসির কাছে প্রতিবেদন জমা দেব বলে আশা করছি।

Leave A Reply

Your email address will not be published.